রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে সাফিন মন্ডল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেলব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই তরুণ পাংশা উপজেলার চরআফরা গ্রামের মিলন মন্ডলের ছেলে।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ পরিদর্শক বিশ্বজিৎ কুমার ঘোষ বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গোয়ালন্দ গামী শাটল ট্রেনটি দুপুর দুইটার দিকে কালিকাপুর রেলব্রীজ এলাকায় পৌছায়। সে সময় ট্রেনে কাটা পড়ে শাফিন মন্ডলের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।