‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মাদকমুক্ত রাজবাড়ী গড়ার প্রত্যয়ে রোববার সাইকেল রোড শো অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে রোড শো শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান প্রমুখ।