রাজবাড়ীতে অস্ত্র মামলায় শমসের মোল্লা নামের এক যুবককে দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার বিকালে রাজবাড়ী আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত শমসের মোল্লা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা এলাকার মোল্লাপাড়া গ্রামের মৃত সেকেন মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৭ মে র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুরের একটি দল বালিয়াকান্দি উপজেলায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ জানতে পারে বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামের শমসের মোল্লার বাড়িতে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ রাখা হয়েছে। র্যাব ওইদিন সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি শমসের মোল্লা পালানোর চেষ্টা করে। পরবর্তী সময়ে তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে একটি ওয়ান শুটার গান, ৪টি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা হয়। আদালত দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আসামি শমসের মোল্লাকে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) এবং ১৯(এফ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১৯(এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।
রাজবাড়ী আদালতের পিপি অ্যডভোকেট উজির আলী শেখ বলেন, রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।