“নন্দনে বন্ধনে তুলি সুর বজ্রকণ্ঠে”। কাব্যগৃহ ১ জানুয়ারি ২০২৪ থেকে তাদের পথ চলা শুরু করে। ৩ মে কাব্যগৃহের আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ অনুষ্ঠান ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরবর্তীতে ১০ মে সাধারণ সভায় কমিটির সকলকে নিয়ে অনুষ্ঠানের মূল্যায়ন ও আগামী কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। একই সাথে কাব্যগৃহের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কাব্যগৃহের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আলহাজ্ব কাজী কেরামত আলী, মাননীয় সংসদ সদস্য রাজবাড়ী- ১ আসন ও সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়াও উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন মো. হাসানুজ্জামান কল্লোল, সচিব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় , হেদায়েত আলী সোহরাব, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখা, অসীম কুমার পাল সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী, শওকত আলী জাহিদ সভাপতি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ ফরিদপুর শাখা, পার্থ প্রতিম দাশ জেলা কালচারাল অফিসার রাজবাড়ী, ম. নিজাম নাট্যকার নির্দেশক ও শিশু সংগঠক, জয়দেব কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজবাড়ী, ফকীর জাহিদুল ইসলাম (রুমন) সাধারণ সম্পাদক মঙ্গলনাট ও শুক্লা সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজবাড়ী।
নতুন গঠিত কমিটি সামনে “কবিতা উৎসব” এর আয়োজনের প্রস্তুতি নেবে বলে সভায় সিদ্ধান্তগ্রহণ হয়। যেখানে রাজবাড়ী জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ে শুদ্ধ আবৃত্তি চর্চা, প্রশিক্ষণ, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করবে। তার জন্য রাজবাড়ীর সকল স্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেন। গান ও আবৃত্তির মধ্য দিয়ে আলোচনার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি চায়না রানী সাহা। সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক দিলীপ কুমার কর, সাধারণ সম্পাদক প্রাপ্য প্রতীম সাহা, সহ-সাধারণ সম্পাদক ডা. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক অজয় দাস তালুকদার, অর্থ সম্পাদক সুশীল সরকার, শিক্ষা সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, প্রেস ও মিডিয়া সম্পাদক সৌমিত্র শীল চন্দন, অনুষ্ঠান সম্পাদক আবু সাত্তার কালু, সাহিত্য সম্পাদক সাহিদা সুলতানা রীমা, তথ্য ও প্রচার সম্পাদক শ্রাবণ চক্রবর্তী দীপু, সংস্কৃতি সম্পাদক পিয়াস কর্মকার, আপ্যায়ন সম্পাদক নয়ন কুমার বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য সিথী সান্যাল, তামান্না আমান মিষ্টি ও সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অজয় দাস তালুকদার।