মঙ্গলবার ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও এক মাদক ব্যাবসায়ী সহ বিভিন্ন মামলায় ৬ আসামীকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন পাংশা মৈশালা মৈত্রডাঙ্গী এলাকার আবির শেখ এর ছেলে মাদক বাবসায়ী তুহিন শেখ। পাংশা বিষ্ণুপুর এলাকার মৃত খোরশেদ আলী মিয়ার ছেলে সোবহান মিয়া, হাবাসপুর চরঝিকড়ী এলাকার আবুল হারেজ মিয়ার ছেলে সামছুর রহমান ওরফে মফিজ। বাহাদুরপুর বলরামপুর এলাকার মৃত হানেফ মন্ডলের ছেলে মোতাহার হোসেন ও দুলাল হোসেন। এবং পাট্টার জোনা এলাকার আনন্দ কুমার বিশ্বাস এর ছেলে দিপক। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।