রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে মঙ্গলবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অলিউল ইসলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। পাংশা উপজেলা পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারন্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও মাছপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো (মোটর সাইকেল) উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ (আনারস)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন সাইফুল মোর্শেদ রিংকু (তালা) খান মো: ওবায়দুল হক টিপু (চশমা), মো: রফিকুল ইসলাম (টিউবয়েল) হোসেন আলী সর্দার (টিয়া পাখি), জালাল উদ্দিন বিশ্বাস (উড়ো জাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন দিলরুবা পারভীন ইতি (ফুটবল), সাবরিনা আক্তার (কলস) ও আসমা খাতুন লক্ষী (হাঁস)।
আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পাংশা উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ১৬ হাজার ৯৮ জন, পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ১০ হাজার ১ শত ৮৭ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৫ হাজার ৯ শত ১১ জন।