রাজবাড়ীর পাংশায় ওবায়দুর শেখ (৩৫) নামে এক ফার্নিচার ব্যাবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজার নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার পর স্থানীয়দের সহায়তায় আহত ওবায়দুরকে উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে পাট্টা ইউনিয়নের পুঁইজোর এলাকার জয়নাল শেখ এর ছেলে।
ওবায়দুর বলেন, আমি বাগদুলী বাজারের একটি দোকানে চা খেতে গেলে ছালাম, স্থানীয় কয়েকজন যুবক আমার বড় ভাই হেলালের একটি পারিবারিক সমস্যা নিয়ে ওরা আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমার উপর হামলা চালায়।
এ বিষয়ে অভিযুক্ত সালাম বলেন, ওবায়দুরের ভাই আমার ভাগ্নীকে রেখে আর একটি বিয়ে করেছে। গত রবিবার তারা আমার আমার ভাগ্নীকে মেরেছে। বিষয়টা আমরা জানতে গেলে ধাক্কা ধাক্কির এক পর্যায়ে কাঠের উপর পড়ে গিয়ে ওবায়দুরের মাথা কেটে গেছে। আমরা ওকে মারিনি। এছাড়াও টাকা চাওয়ার বিষয়টিও মিথ্যা।