রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার উপজেলার মাছপাড়া থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। পাংশা থানা সূত্রে জানা যায়, এস আই ওবায়দুর রহমান সহ পুলিশের একটি দল বুধবার মাছপাড়া পশ্চিম বাজার আনোয়ারের চায়ের দোকানে চলা জুয়ার আসরে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে কালীনগর ওহাব বিশ্বাসের ছেলে আনোয়ার বিশ্বাস (৩০) নওপাড়া সুমন মৃধার ছেলে তুষার (২২) উদয়পুর আবু বক্করের ছেলে শামীম (২০), নিভা এনায়েতপুর মোন্তাজ আলী বিশ্বাস লিটন (৪০) পারভেলবাড়িয়া আলী আকবর মন্ডলের ছেলে আজিজুল হক (২৭)কে আটক এবং ১১,৭৫০ টাকা উদ্ধার করা হয়।