আসন্ন ঈদ উপলক্ষে পাংশা থানা এলাকায় হাইওয়ে রোডে কোন প্রকার চাঁদাবাজি যাতে না হয় সে লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে পাংশা মডেল থানা পুলিশ।
বুধবার পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার পাংশা সরদার বাসষ্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা শ্রমিক নেতাসহ অটো ও মাহিন্দ্র চালকদের সাথে কথা বলেন। হাইওয়ে রোডে চাঁদাবাজিসহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পাংশা থানা পুলিশকে জানানোর জন্য আহবান করেন।