রাজবাড়ীর পাংশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে প্রতিপাদ্য কে সামনে রেখে রবিবার এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৭মার্চ উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পৌরসভার মেয়র ওয়াজেদ আলী, সহকারী কমিশনার( ভূমি) মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার প্রমুখ।