মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

পাংশায় স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পুষ্টি সামগ্রী বিতরণ

মোক্তার হোসেন, পাংশা ॥
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৬১ Time View

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার দুপুরে হতদরিদ্র পরিবারের মাঝে পুষ্টি সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানাত আল মতিন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানাত আল মতিন জানান, জাতীয় পুষ্টি সপ্তাহের মঙ্গলবার চতুর্থ দিনে হতদরিদ্রদের মাঝে পুষ্টি সামগ্রী বিতরণ করার পাশাপাশি কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক পরামর্শ ও সংশ্লিষ্ট বিষয়ে বার্তা প্রচার ও সেবাদান কর্মসূচি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com