জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূতি পালন উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে রাজবাড়ীর পাংশায় দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যমকর্মী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আলীমুজ্জামান। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাফিতি ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।