রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামে মাত্র সাতশ ফুট রাস্তার জন্যে ভোগান্তির শিকার হচ্ছে হাজারো মানুষ। এ ব্যাপারে এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী -২ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের দুৃষ্টি আকর্ষণ করেছেন। সরেজমিনে গেলে বাহিরচর গ্রামের আব্দুল আলীম, আব্দুল গনি, আবুল কাশেমসহ অনেকেই জানান, মৃধার বটতলা হতে নীলকুঠি পাকা রাস্তার ৭০০-৮০০ ফুট মাঠের পানি জলাশয়ে গড়িয়ে যাওয়ার কারণে রাস্তাটি ভেঙে গেছে। যে কারনে ৪/৫ কিলোমিটার পথ ঘুরে বহরপুর বাজার, বহরপুর কলেজ ও শহীদনগর মাদ্রাসা যেতে হয়। ডাইবেশনে এটেল মাটির কারণে পায়ে হাঁটা ও বাইসাইকেল ব্যবহারকারী মানুষ প্রতিনিয়ত পিছল খেয়ে পড়ে যায়। দ্রুত রাস্তাটি মেরামত করা প্রয়োজন। স্থানীয় বহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শুকুর আলী খাঁন জানান, রাস্তার বিষয়টি রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দেখানো হয়েছে। দ্রুতই তারা সমাধানের আশ্বাস দিয়েছেন। বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।