রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার পশু হাসপাতালের সামনে সড়ক বিভাজনের শতাধিক গাছ মুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পশু হাসপাতালের সামনে থেকে নতুন বাজার মোড় পর্যন্ত ফোর লেন সড়ক বিভাজনের উপর রোপণ করা গাছগুলি ভেঙে মুড়িয়ে ফেলা হয়েছে। সড়কের সৌন্দর্য বর্ধনের জন্য এক বছর আগে রাজবাড়ী পৌরসভার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও এসব গাছ রোপণ করা হয়।
স্থানীয় বাসিন্দা মোকাদ্দেস আলী সাগর জানান, সড়ক বিভাজনের উপর রাজবাড়ী পৌরসভা গাছ রোপণ করে। তিনি এবং রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক আব্দুল্লাহিল হাসানও উদ্যোগি হয়ে কিছু গাছের চারা রোপণ করেছিলেন। এখানে কৃষ্ণচূড়া, নিম, বকুল, পলাশসহ বিভিন্ন ধরনের গাছ ছিল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন গাছগুলো কে বা কারা ভেঙে মুড়িয়ে দিয়েছে। এটা খুবই নির্মম একটা ঘটনা। গাছের সাথে কী শত্রুতা থাকতে পারে সেটাই বোধগম্য নয়।
রাজবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ড মেম্বার জহির রাজ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। সৌন্দর্য বর্র্ধনের জন্য গাছগুলো রোপণ করা হয়েছিল। মেয়রের সাথে পরামর্শ করে করণীয় ঠিক করবেন।
দুপুরে রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও ঘটনাস্থলে যেতে পারেননি। ঘটনাস্থলে গিয়ে দেখে ব্যবস্থা নেবেন।