প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় হুমকিদাতার বিরুদ্ধে রাজবাড়ীতে মানহানি মামলা দায়ের হয়েছে। বুধবার রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বাদী হয়ে রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদকে ১ নং আসামী করে রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২ নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন। প্যানাল কোড ১৮৬০ এর ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়। রাজবাড়ীর ২ নং আমলী আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মামলাটি গ্রহণ করেছেন। মামলার ৫ জন আসামি হলেন রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক সংসদ সদস্য অ্যডভোকেট নাদিম মোস্তফা।
রাজশাহীর জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, উস্কানি ও মানহানিকর বক্তব্য সহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ আনা হয়েছে মামলায়।
শেখ সোহেল রানা টিপু বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় এবং মানহানি হওয়ায় ২০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন।