পাংশায় লিচু বাগানে অবৈধ ভাবে টানানো বিদ্যুৎ সংযোগের তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে সোমবার সন্ধায় মো. সালাম খাঁ (৩০) নামে এক কৃষকের মৃত্য হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বাঙলাট গ্রামে। নিহত কৃষক একই গ্রামের আবু কালাম খাঁর ছেলে।
মঙ্গলবার সালামের মা বলেন, আমার ছেলে পার্শ্ববর্তী মাসুদের জমিতে কাজ শেষ করে আমাদের নিজের পাটের খেতে ঘাস কাটতে যায়। আনুমানিক সন্ধার দিকে ও বাড়ি ফেরার পথে আমাদের জমির উপর দিয়ে মারুফ চৌধুরীর লিচু বাগানে নিয়ে যাওয়া কারেন্টের তারের সঙ্গে ওর কাঁচি লাগলে বিদ্যুৎস্পৃষ্ঠে আমার ছেলের মৃত্যু হয়।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্শ্ববর্তি মাঠের মধ্যে মারুফ চৌধুরীর পানির মটর বসানো ঘর থেকে বিদ্যুতের সংযোগ দেয়া তার টেনে আনুমানিক কয়েকশত গজ দূরে তার লিচু বাগানে সংযোগ দেয়া হয়েছে। ক্ষেতের মধ্য দিয়ে অনেক খানি দুরত্বে খুঁটি বিহীন এভাবে তার টেনে নিয়ে যাবার ফলে তার ঝুলে যায়। কোথাও মাটি থেকে দের গজ আবার কোথাও এর চেয়ে বেশি উঁচুতে তার ঝুলে রয়েছে।
এদিকে নিহতের পরিবার ও এলাকাবাসীদের অভিযোগ, মারুফ চৌধুরী অনিয়মের মাধ্যমে এভাবে নিচ দিয়ে কারেন্টের তার নিয়ে যাবার ফলে এই দূর্ঘটনাটি ঘটেছে।
মারুফ চৌধুরী বালিয়ালান্দি উপজেলার নাড়ুয়া ইউনিয়নের ঘি কমলা মহিলা মাদ্রাসার সুপার এবং পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির সাবেক মেম্বর মো: গফুরের ছেলে।
মারুফ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা একটা অনাকাংক্ষিত ঘটনা। এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি এবং নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
এতটা দুরত্বে এভাবে তার টেনে নিয়ে অন্য স্থানে কারেন্টের সংযোগ দেয়াটা অনিয়মের মধ্যে পরে কিনা প্রশ্ন করা হলে-তিনি অন্যায় করেছেন বলে স্বীকার করেন।
এ বিষয়ে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পাংশা জোনাল অফিসের ডেপুটি জেলারেল ম্যানেজার আব্দুর রব বলেন, এভাবে তার টেনে নিয়ে অন্য স্থানে বিদ্যুতের সংযোগ দেয়াটা অবশ্যই বে-আইনি। যিনি এটা করেছেন তিনি অন্যায় করেছেন।