“স্মার্ট ভুমি সেবায় ভুমি মন্ত্রণালয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী দিন উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের হয়। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী দিনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. তোফায়েল হোসেন, মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ প্রমূখ।
বক্তারা বলেন, ভূমিসেবা ক্যাম্প থেকে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে সহজে ও স্বল্প সময়ে নির্ধারিত ফি দিয়ে ভূমি সেবা পাওয়ার বিষয়ে জনগণকে অবহিত করবেন। এছাড়া প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে বিভিন্ন হাট-বাজারে ষ্টল স্থাপন করে ভূমি উন্নয়ন কর আদায়, ভূমি রেকর্ড হালনাগাদকরণ, নামজারিসহ বিভিন্ন বিষয়ে সেবা গ্রহীতাদের সহযোগিতা, অনলাইনে ভূমি সেবা সম্পর্কিত ধারণা প্রদান করা হবে।
বক্তাগণ এই সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করেছেন। এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহে মূল বিষয় হিসেবে উল্লেখ করেছেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্ত, কর্মচারী, প্রতিটি ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।