রাজবাড়ীর গোয়ালন্দে বেসরকারি প্রতিষ্ঠান কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ক্যাচ আপ ক্লাব প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার নতুন ৫টি স্কুলসহ ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছিয়েপড়া শিশুদের নিয়ে রিডিং পড়া এবং অক্ষর চেনায় কাজ করছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় তৃতীয় ব্যাচে গোয়ালন্দ উপজেলায় ৩৪টি সরকারি বিদ্যালয়ে মোট ৫৪টি ক্যাচ আপ ক্লাবের আওতায় ৮১৪ জন দূর্বল শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে এ প্রকল্পটি।
বুধবার সকাল ১১টায় গোয়ালন্দ উপজেলার উজানচর নলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন দুর্বল শিশুদের ১৫ জনের দলে বিভক্ত করে দুটি ক্যাচ আপ ক্লবসহ ৫৪টি কেন্দ্র একযোগে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
উজানচর নলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটি উদ্বোধনে উপস্থিত ছিলেন নলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা, কেকেএস ক্যাচ আপ ক্লাব প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা মো. শামসুল হকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।
কেকেএস ক্যাচ আপ ক্লাব প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা মো. শামসুল হক বলেন, গোয়ালন্দ উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮১৪ জন নির্বাচিত দুর্বল শিশুদের সবল করে গড়ে তুলতে পাঠদানে কাজ করছে ক্যাচ আপ ক্লাব প্রকল্পটি। প্রকল্পটি হতে প্রতি তিনমাস পরপর পাঠ প্রতিযোগিতার মাধ্যমে সফল বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তিনি আরও বলেন এ উপজেলায় যেসকল স্কুল এক শিফটে চলে সে সকল স্কুল ছুটি শেষে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ক্যাচ আপ ক্লাব প্রকল্পের শিক্ষকরা কেন্দ্রে গিয়ে শিশুদের অক্ষর জ্ঞান এবং রিডিং পড়ান। যেসকল স্কুল দুই শিফটে চলে সেসকল স্কুলের শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পড়ান।