রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পুরিয়া হেরোইনসহ মমতাজ বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঢাকা জেলার আশুলিয়া থানার মির্জানগর এলাকার এনায়েতপুর বাশবাড়িয়া গ্রামের মো. শামসুল আলম খোকনের স্ত্রী।
জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় নিয়মিত অভিযান চলাকালীন সময়ে ৪ মে বিকেল ৫ টার দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া নৌপথের ৪ নং ফেরিঘাটের পল্টুনের উপর থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।