রাজবাড়ীতে রাবেয়া-কাদের পাঠাগারের নিবেদিত প্রাণ ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল করিম আরজুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুরে মোল্লা বাড়িতে রাবেয়া- কাদের পাঠাগারে রাবেয়া- কাদের পাঠাগারের উদ্যোগ এই স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা ও রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত হাসান, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সাংবাদিক বাবু মল্লিক, রাজবাড়ী লেখক পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, কবি খোকন মাহমুদ, রেজাউল করিম আরজুর ছোট ভাই রেজাউল বাশার ফিরোজ , রবিউল রবি প্রমুখ। সভা পরিচালনা করেন রাবেয়া- কাদের পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম। এসময় সমাজের বিভিন্ন শ্রণির মানুষ ও রাবেয়া- কাদের পাঠাগারের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।