রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. আবুল হোসেন কে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমুদ্দিন পাড়া এলাকার মৃত ইমান আলী প্রামানিকের ছেলে এবং উজানচর ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ড সদস্য। গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবারে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।