যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, ভূমি অফিস, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, ফায়ার সার্ভিস, আনছার ভিডিপি অফিস, উদীচী শিল্পী গোষ্ঠী, বিএনপি ও তার সহযোগী সংগঠন, অবঃ সেনা কল্যান সমিতি পৃথক পৃথকভাবে দিবসের কর্মসূচী পালন করেছে । উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে ছিল প্রত্যুষে তোপধ্বনি, সকালে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা,আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরন। উপজেলা মিলনায়তন কক্ষে নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, সাবেক যুগ্ম সচিব গোলাম রহমান মিঞা, ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান, অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ এ এম আব্দুল মতিন প্রমুখ।