শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন কালুখালীর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে সাবেক কমান্ডার আকামত আলী ও ডেপুটি কমান্ডার আ. খালেক, কালুখালী থানার পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ নাজমুল হাসান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব।
আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মীর আঃ খালেক।