রাজবাড়ীর গোয়ালন্দে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি গত মাসের ৫ ফেব্রুয়ারি ছয় দলের অংশগ্রহণে শুরু হয়।
শুক্রবার বিকেল সাড়ে চার টায় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ খেলায় ফারুক স্মৃতি সিনিয়র দল ৩-১ গোলে ফারুক স্মৃতি জুনিয়র দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সর্বোচ্চ গোল গোলদাতার পুরষ্কার পান বিজয়ী দলের আহসান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার আপ দলের ফাহিম।
এসময় টুর্নামেন্টের আহবায়ক ইমতিয়াজ মাহমুদ ফয়সালের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও বাংলাদেশ শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতি রাজবাড়ী জেলার সভাপতি মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক ক্রীড়া সম্পাদক সুলতান মাহমুদ সবুজ, বাহাদুরপুর ফারুক স্মৃতি সংসদের পরিচালক রেজাউল করিম রেজা, উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের মাঠ সহকারি রাশিদ শেখ প্রমুখ।