অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার তত্ত্বাবধানে পাংশা উপজেলার হাবাসপুরে দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে বালু উত্তোলনসহ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে সর্বমোট এক লক্ষ ত্রিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।