রাজবাড়ী প্রত্যাশা থিয়েটারের নাটক ভাঙন শুক্রবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন গোলাম মোর্তুজা সাগর। নাটকের কাহিনীতে দেখা যায়, গ্রামীণ জীবনের বর্তমান চালচিত্র মর্মান্তিক জীবন যাপন। কুশেহাটা নামক গ্রামের কাহিনী নিয়ে গড়ে উঠেছে নাটকটি। সুন্দর এই ধরণীতে বেঁচে থাকাটাই যেন মাঝে মাঝে নিরর্থক মনে হয়। জীবনকেই মনে হয় জীবনের চরম শত্রু। গ্রাম জীবনের তাদের চাওয়া পাওয়া জালের মতো ভাষা জীবন। চাওয়া-পাওয়ার পরিমাণটা কম অথবা খুব বেশি হলে জীবনের অনুভূতিগুলিই পাল্টে যায় কুশেহাটা গ্রামের মানুষের। মহব্বতের না পাওয়ার কষ্ট মানুষের ভেতরটা কুঁড়ে কুঁড়ে খায়। রাজবাড়ী জেলার কুশেহাটা গ্রামের একসময় জীবনের তৈরি সব ব্যাকরণ পাল্টে যায়। বিরহের বাতাসে যে মগ্নতা সেতো অন্য কিছুতে নেই, যে তাতে নেশার মতো সারাদিন ডুবে থাকা যায়। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।
নাটকটিতে অভিনয় করেন সাগর, অনুপ, মাহফুজ, সঞ্জীব, শামীম, শহিদুল, আরমান, তানিয়া ও আকাশ।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, কবি সালাম তাসির, অধ্যক্ষ (অবঃ) আজিজুল হক, প্রত্যাশা থিয়েটার এর উপদেষ্টা সহকারী অধ্যাপক রাজ্জাক উল আলম, উপদেষ্টা মো. সোহেল মিয়া প্রমুখ।