রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনের বৃষ্টির কারণে এই পানি বৃদ্ধির কারণে বলে জানা গেছে। তবে, পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১০ মিটার, মহেন্দ্রপুর পয়েন্ট পানি বৃদ্ধি পেয়েছে ০.০৭ মিটার, পাংশার সেনগ্রাম পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১৫ মিটার। পদ্মা নদীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পানি ৬ দশমিক ৮৬ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে পানির বিদৎসীমা ৮ দশমিক ২০ মিটার। পদ্মা ও হড়াই নদীর মহেন্দ্রপুর পয়েন্ট পানি ৭ দশমিক ৭৯ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্ট পানি বিদৎসীমা ১০ দশমিক ৫০ মিটার। পাংশার সেনগ্রাম পয়েন্টে পদ্মা নদীর পানি ৮ দশমিক ৫০ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, টানাবর্ষণে রাজবাড়ীর বিভিন্ন নদ-নদীর পানি দুই দিন ধরে বাড়ছে। মাঝে কয়েকদিন পানি বৃদ্ধি কমে ছিল। পানি বৃদ্ধি পেলের এখনো কোথাও বিপৎসীমা অতিক্রম করেনি।
এদিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর, চর জৌকুড়া, মহাদেবপুর, চর সেলিমপুর, কালিতলা, মেছোঘাটা এলাকায় ভাঙন দেখা দিয়েছে।