আজ ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।
২০২৪ সালের জুলাই মাস বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক অনন্য অধ্যায়। শিক্ষার্থী ও আপামর জনগণের অংশগ্রহণে এই সময় যে ঐতিহাসিক গণআন্দোলন গড়ে উঠেছিল, তা ন্যায়, অধিকার এবং মর্যাদার প্রতি জাতির অঙ্গীকারকে নতুনভাবে প্রকাশ করেছে। জুলাই গণঅভ্যুত্থান শান্তিপূর্ণ প্রতিবাদের এক বলিষ্ঠ দৃষ্টান্ত, যা প্রজন্মের সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ ও সাংবিধানিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার প্রতিফলন ঘটায়।
এই দিবসে আমরা জুলাই শহিদদের স্মরণ করি গভীর শ্রদ্ধায় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। একইসাথে আমরা জুলাইয়ে আহত ও জুলাই যোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সামাজিক ন্যায়ের পথকে আরও সুদৃঢ় করতে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে-এটাই হোক আমাদের অঙ্গীকার।
শ্রদ্ধা, সংহতি ও শান্তির পথে এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ।
সুলতানা আক্তার
জেলা প্রশাসক
রাজবাড়ী