পাংশা উপজেলার কুঠিমালিয়াট গ্রামের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, দুটি কার্তুজ ও তিনটি ককটেল উদ্ধার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। গত রোববার রাত ৯টার দিকে র্যাব-১০ কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালান। কুঠিমালিয়াট গ্রামের জনৈক আয়াত আলীর দোকানের পূর্ব দিকে ঝোপের মধ্য থেকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা অস্ত্রগুলি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো পাংশা থানায় হস্তান্তর করা হয়।