মাথায় গাছ পড়ে শঙ্কর সরকার নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে রাজবাড়ী শহরের লক্ষীকোল হরিসভার পেছনে এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শঙ্কর সরকার তার বাড়ির একটি মেহগনি গাছ শ্রমিকদের দিয়ে কর্তন করাচ্ছিলেন। গাছটির অর্ধাংশ কেটে রাখে শ্রমিকরা। দুপুরে শঙ্কর সরকার তাদের বাড়ির টিউবয়েলে গোসল করছিলেন। হঠাৎ বাতাসে কর্তন করা গাছটি তার মাথার উপর পড়ে। এতে তার মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।