রাজবাড়ী ব্লাড ব্যাংক গ্রুপের চার বছরে পর্দাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে শহরের রেড ক্রিসেন্ট প্লাজার সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম মুকুল। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এতে বক্তব্য দেন ক্রীড়াবিদ এস এস সালমা, স্বেচ্ছাসেবী সজীব দেওয়ান, উপদেষ্টা মনিরুজ্জামান, জাহিদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, রক্ত দান একটি মহৎ কাজ। মানবিক কাজ। রক্ত মানুষের জীবন বাঁচায়। প্রয়োজনের সময় রক্ত না পেলে অনেক মানুষ অকালে প্রাণ হারায়। কিন্তু রক্ত দান করলে দাতার তেমন কোনো ক্ষতি হয়না। এজন্য রক্তদানের বিষয়ে মানুষকে উৎসাহিত করতে হবে। মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে।