রাজবাড়ীর প্রতিবনন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয় এবং দারিদ্রপীড়িতদের শিক্ষা প্রতিষ্ঠান শিশু কল্যাণ স্কুল পরিদর্শন করেছেন নিউজিল্যান্ডের ক্যারন।
রাজবাড়ীর একমাত্র স্কুল প্রত্যয় যেখানে ৬৭ জন প্রতিবন্ধী শিশু পড়াশুনা করে। এই শিশুদের পাশে থেকে কিছু করার চেষ্টা করে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। তারই ধারাবাহিকতায় তিনি নিউজিল্যান্ডের ক্যারনকে প্রত্যয় স্কুল পরিদর্শন করার আহবান জানালে তিনি রাজি হন।
বুধবার সকল ১১টায় প্রত্যয় স্কুল এবং শিশু কল্যাণ স্কুল ভিজিট করেন। এসময় তার সঙ্গে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার (ইডি, কেকেএস), ফকীর জাহিদুল ইসলাম রুমন (এইডি, কেকেএস), সাইফুল ইসলাম খান (প্রজেক্ট ম্যানেজার, এসসিআই), মোজাফ্ফর হোসেন (এএম, কেকেএস), রুমা খাতুন ( প্রকল্প কর্মকর্তা প্রদীপ প্রকল্প), পথিক পাল ( প্রকল্প কর্মকর্তা, কেকেএস ওয়াইমুভস ) সহ আরো অনেকে।
ক্যারন প্রতিবন্ধী শিশুদের সাথে কুশল বিনিময় করেন। প্রতিবন্ধী শিশুদের সাথে সাক্ষাত করে নিজেকে গর্বিত বলে মনে করেন। তিনি বলেন, অবশ্যই এই শিশুদের মানসিক বিকাশ দরকার। তিনি এমন শিশুদের পাশে থেকে শিশুদের মানসিক বিকাশে কাজ করার জন্য বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারকে ধন্যবাদ জনান।
তিন প্রত্যয় স্কুলের শিক্ষকদের বিশেষ প্রশংসা করেন যে তারা এত কম পারিশ্রমিকে শিশুদের দেখভাল করছেন। তিনি বলেন, এটা শিক্ষকদের উদার মনের পরিচয় বহন করে। তিনি রাজবাড়ী জেলার শিশু কল্যাণ স্কুলটিও ভিজিট করেন। এই স্কুলটিতেও সুবিধাবঞ্চিত শিশুরা পড়াশোনা করে। পরিশেষে স্কুলের সবাই কে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানান তিনি।