রাজবাড়ী শহরের তিনটি বেসরকারি ক্লিনিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
জানা গেছে, স্বাবাস্থ্যসেবার মান উন্নয়নে রাজবাড়ী জেলায় বিভিন্ন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ অভিযানে সরকারী আইন ও বিধি বিধান মেনে চলার জন্য হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের পরামর্শ দেওয়া হয় ।
প্রতিষ্ঠানের লাইসেন্স হালনাগাদ নবায়ন না থাকা, পর্যাপ্ত দক্ষ জনবল না থাকা, সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ধারায় আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার এর মালিককে ৫০০০/=টাকা, ৫২ধারায় লাইফ কেয়ার এর মালিককে ৫০০০/= টাকা ও ডা. রতন ক্লিনিকের মালিক কে ২০,০০০/= টাকা, সর্বমোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
প্রসিকিউটর ডা. আব্দুল গাফ্ফার, আক্কাস আলী সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট এবং সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস অভিযানে সহযোগিতা করেছেন।