জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৫টায় রাজবাড়ী জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালি বের হয়ে রাজবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে সমাবেশ করে। রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, রাজবাড়ী জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিংকুৃ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজামউদ্দিন শেখ, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন।
সভাপতির বক্তৃতা অ্যাড. লিয়াকত আলী আরও বলেন, আমরা দেশের জন্য রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি। এই দেশে স্বৈরাচারের বিচার দেখতে চাই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেন, আমাদের প্রতিটি পদক্ষেপ সাবধানে সতর্কতার সাথে নিতে হবে। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে মোবারকবাদ জানিয়ে বলেন, আমাদের ভোটারদের আস্থা অর্জন করতে হবে। তাহলেই মানুষ বিএনপিােক ভোট দিয়ে আবার রাষ্ট্রক্ষমতায় আনবে।