রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজন গ্রেফতার য়েছে। তারা হলো ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব বিল মাসুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল শেখ (২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পূর্ব উজানচর দরাপের ডাঙ্গী গ্রামের মো. চাঁন মিয়া মোল্লার ছেলে রাকিব মোল্লা (২১) এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার গনি শেখের পাড়া গ্রামের মো. কালিম উদ্দিনের ছেলে সজিব মোল্লা (২৪)।
জানা যায়, গত ৫ আগস্ট বিকেল ৪ টা হতে সাড়ে ৪ টার মধ্যে দুই তরুণী উজানচর গোধূলি পার্কের পুকুর পাড়ে বসে গল্প করছিল। কিছুক্ষণ পর ফয়সালসহ অন্যরা পার্কের আশেপাশে ঘুরাঘুরি করতে থাকে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভিকটিমদ্বয় ও ভিকটিম দ্বয়ের সাথে থাকা তাদের বন্ধু সোহানকে গোধূলি পার্কের ভেতর পুকুরের পাশে থাকা খালি জায়গায় নিয়ে ভিকটিমের কাছে থাকা ফোন এবং ভিকটিমদ্বয়ের বন্ধু সোহানের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। পরে বিবাদীরা ভিকটিমের বন্ধু সোহানকে ভয়ভীতি দেখিয়ে সেই স্থান থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে বিবাদীগণ ওইদিন রাত সাড়ে ৮ টার দিকে ভিকটিমদ্বয়কে উজানচর বেড়িবাধ সংলগ্ন রিয়াজউদ্দিন পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ধইঞ্চা ক্ষেতে নিয়ে গিয়ে ভিকটিমকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় ৮ আগস্ট শুক্রবার ভোর সাড়ে ৪ টা হতে সাড়ে ৫ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে আসামীদের গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।