রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার দিনব্যাপী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে কলেজ ক্যাম্পাসে ও কলেজ ছাত্রাবাসের সামনে ৪০ টির বেশি বিভিন্ন ধরনের ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একে এম ইকরামুল করিম, পূবালী ব্যাংক পিএলসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার ও ফরিদপুর অঞ্চল প্রধান মো. জহিরুল ইসলাম, রাজবাড়ী শাখার ম্যানেজার মো. নূর আলম জিকু, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যাপক কেএম রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক আবুল কালাম, সহকারী অধ্যাপক বি এম রাশেদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ খান প্রমুখ।
পরে জেলার ডা. আবুল হোসেন কলেজে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচীতে ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) চৌধুরী আহসানুল করিমের উপস্থিতিতে বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও জেলার ইয়াছিন উচ্চ বিদ্যালয়, আল গাজ্জালী উচ্চ বিদ্যালয়, অংকুর স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেড় শতাধিক ফুল-ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করা হয়।