রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের এডুকেশনাল ওয়েবসাইটটি নজর কেড়েছে সকলের। প্রতিষ্ঠানটি এবার ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২য় স্থান অধিকার করেছে।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের চারজন ছাত্রী এডুকেশনাল ওয়েবসাইট এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে অ্যপস তৈরি করেছে। তারা হলো আবিদা মারিয়াম নিধি, নাবিদা ইসলাম নুসরাত, রাবেয়া ইসলাম এবং সানজিদা আফরিন সুমনা। তারা জানায়, এডুকেশনাল ওয়েবসাইট নামের যে ওয়েব সাইটটি তারা তৈরি করেছে, এর মাধ্যমে একজন শিক্ষার্থী ইচ্ছে করলে নিবন্ধনের মাধ্যমে প্রবেশ করতে পারবে। সেখানে তার পছন্দের বইটি পাবে। ইচ্ছে করলে সে পরীক্ষা দিতে পারবে এবং পরবর্তীতে পরীক্ষার ফলাফলও স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে। এতে করে সে নিজের মেধাকে যাচাই করতে পারবে। এছাড়া বাংলাদেশ ও বঙ্গবন্ধু নামে আরও একটি অ্যপস তারা তৈরি করেছেন। এ অ্যপসের প্রধান বৈশিষ্ট্য হলো বাংলাদেশের মানচিত্রে ৬৪টি জেলার নাম থাকবে। যে জেলায় হিট করা হবে সে জেলায় বঙ্গবন্ধুর পদচারণা বা কর্মকান্ড ভেসে উঠবে। অ্যপসে রয়েছে বঙ্গবন্ধুর ভাষণ, রাজনৈতিক ও কর্মজীবন, অসমাপ্ত আত্মজীবনী, নির্মম হত্যাকান্ডসহ অনেক কিছুই। তাদের শিক্ষক শরিফুল আযম তুষার তাদের এ বিষয়ে সব সময় সহযোগিতা করেছেন।
কলেজের আইসিটি বিভাগের শিক্ষক শরিফুল আযম তুষার জানান, বর্তমানে ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণ করতেই হয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর কারও ভালো হয়, কারও খারাপ। যার খারাপ হয় সে বুঝতে পারেনা কেন খারাপ হলো। এই অ্যপসটির মাধ্যমে যে কোনো ছাত্র-ছাত্রী তার মেধা যাচাইয়ের সুযোগ পাবে। কোথায় তার ভুল কোথায় তার দুর্বলতা সে নিজেই বুঝতে পারবে। তবে অ্যপস দুটি আরও উন্নয়নের জন্য প্রচুর মেধা, শ্রম, সময় প্রয়োজন। সেই সাথে আর্থিক বিষয়তো রয়েছেই।
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে শহীদ খুশী রেলওয়ে ময়দানে শুক্র ও শনিবার দুদিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।