রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীসহ নয়জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। একজন প্রার্থী কোনো ভোটই পাননি।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী এক অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৯৮। চেয়ারম্যান পদে ইমাামুজ্জামান রিটো পেয়েছেন ২৮ ভোট। এক অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এছাড়া নারী সদস্য পদে তিনজন ও সাধারণ সদস্য পদে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত নারী ওয়ার্ডের মোট ভোটার ২৬৬। এক অষ্টমাংশ হিসাবে ভোট দাঁড়ায় ৩৩। এ ওয়ার্ডে মুক্তি রানী কর ২, নাজমুন্নাহার ১৩ এবং লুৎফুন্নাহার ১৭ ভোট পাওয়ায় তাদের জামানত বায়েপ্ত হয়েছে।
১ নং ওয়ার্ডে সাবেক সদস্য রাশেদুল হক অমি ২, আহসান হাবীব সজল ২ এবং লুৎফর রহমান ৮ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার ১৯৮ জন।
বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত ৪ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী রোকনুজ্জামান কোনো ভোটই পাননি। কালুখালী উপজেলা নিয়ে গঠিত ৫ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী শাহ আজিজ ১ ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন তিনি।
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এক কাস্টিং ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।