তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বালিকা (অনূর্ধ্ব ১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
অন্যদের মাঝেউপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান।
টুর্নামেন্ট দুটিতে যথাক্রমে রাজবাড়ী উপজেলা একাদশ (বালক) ও রাজবাড়ী পৌরসভা একাদশ (বালিকা) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।