গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ উপজেলার উজানচর ভাই ভাই ফুটবল একাডেমীর আয়োজনে উদ্বোধনী খেলায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী ৩-১ গোলে ফরিদপুরে চর মাধবদিয়া ফুটবল একাডেমীকে পরাজিত করে। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু।
গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ ইউনুস হোসেন বিপ্লব, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম বেপারী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুক্তার মাহমুদ প্রমুখ।
রাজবাড়ী জেলাসহ পার্শ্ববর্তী জেলার ৮ টি দল নিয়ে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য মো. হুমায়ন আহমেদ জানান, খেলোয়াড়দের মাঠমুখী করতে আমাদের এমন আয়োজন। এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে থাকছে ফ্রিজ এবং এলইডি টেলিভিশন।