“৪৯ বছর পেরিয়ে একসাথে সমৃদ্ধির পথে” স্লোগানে গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত বুধবার বিকেল ৪ টায় গোয়ালন্দ বাজার আইএফআইসি ব্যাংক পিএলসি শাখায় জাঁকজমকপূর্ণ পরিবেশে কেক কেটে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক পিএলসি গোয়ালন্দ শাখা ব্যবস্থাপক মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) পুতুল রানী দাস, প্রভাষক মো. শহীদুল ইসলাম মন্ডল, আইএফআইসি ব্যাংকের সহকারি ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. ফিরোজ জোয়াদ্দার, হাফেজ আব্দুল আলীম, মো. রফিকুল ইসলাম, গণমাধ্যমকর্মী মো. মইনুল হক মৃধা, মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।