প্রতারণা করে নগদ টাকা স্বর্ণালংকার লুটের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে ২ প্রতারককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তারা হলো শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার ভুইয়াকান্দি গ্রামের আবুল সরদারের ছেলে শাহাদত সরদার ও নোয়াখালীর শুল্যকিয়া গ্রামের রুহুল আমীনের ছেলে মাসুদ হোসেন।
বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানায় এ বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত করাসহ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের লক্ষ্যে রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন (প্রশাসন ও অর্থ) ও রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর তত্তাবধায়নে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহাদাত হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জ জেলা থেকে চুরি করা নগদ টাকা, গলিত স্বর্ণ ও মোবাইল ফোনসহ শাহদাৎ সরদার(৩৪) বর্তমান রেজাউল করিম এর বাসার ভাড়াটিয়া, মদিনা মহল, কোনাপাড়া, থানা- ডেমরা, ডিএমপি ঢাকা। মাসুদ হোসেন(৩২), নোয়াপাড়া, জামদানী বিসিক ৪ নং গলি, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়গঞ্জদের গ্রেফতার করেন। এই ব্যাপারে রাজবাড়ী সদর থানার মামলা নং- ২১, তাং- ১৫/১০/২০২২খ্রিঃ জিআর নং- ৪৯২/২২, ধারা- ৩২৮/৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।