রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া গ্রামে নদী খাতুন (১৪) নামে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেছে জেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যায় বরপক্ষ। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের জালাল শেখের মেয়ে। স্থানীয় ভগীরথপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সে।
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বাবু জানান, সদর উপজেলার রশোড়া গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের খবর পেয়েই বরপক্ষ পালিয়ে যায়। বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিশোরীর বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।