জমি নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা হলো আলমগীর মোল্লা, জাহাঙ্গীর হোসেন, জিল্লুল শিকদার, সবুর শিকদার, রাশেদুল ইসলাম, রিপন হোসেন, ফরিদুল ইসলাম, পান্নু মন্ডল, হারুন মন্ডল, ফজলুর রহমান, হেলাল উদ্দিন, মুকুল হোসেন, মো. টুটুল, আতিয়ার রহমান, আব্দুল মতিন ও জাহিদুল ইসলাম। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বিলটাকাপোড়া গ্রামের সবুর শিকদার ও পান্নু মন্ডলের সাথে দীর্ঘদিন জমি নিয়ে দ্বন্দ্ব চলে আনছে। সোমবার দুপুরের দিকে বিলটাকাপোড়া ঈদগাহ ময়দানের কাছে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষ ধারালো অস্ত্র লাঠি সোঠা ব্যবহার করে। এসময় উভয়পক্ষের কয়েকটি বসত ঘর ও মোটরসাইকেল ভাংচুরেরও ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় সাত রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক নেই। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি বলে জানান তিনি।