বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে টাই য়েড জ্বরের টিকা প্রদান বিষয়ক মতবিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আতিয়ার রহমান আতিক, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক সোহেল খান, সবুজ শিকদার, সেনেটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির, স্বাস্থ্য পরিদর্শক কামাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেন বলেন, আগামী ১২ অক্টোবর থেকে উপজেলায় ৫৮ হাজার পাঁচশ বিরানব্বই জনকে রেজিস্ট্রেশন এর মাধ্যমে টাইফয়েড জ্বরের টিকা প্রদান শুরু হবে।