রাজবাড়ীর কালুখালী উপজেলার পাঁচটিকরী গ্রামে পুকুর খননের নামে সরকারি হালটের মাটি বিক্রয় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুটি বাড়ী ও কালুখালী মৃগী সড়ক ঝুঁকির মধ্যে পড়েছে। এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষতিগ্রস্তরা উপজেলা নির্বাহী অফিসার ও কালুখালী থানার অফিসার ইনচার্জ বরাবর পৃথক অভিযোগ দায়ের করেছে।
সোমবার সরেজমিন গেলে অভিযোগকারী আব্দুল মালেক জানান, পাঁচটিকরী গ্রামের নাসির ও আকবর আমার বাড়ীর পাশের জমি থেকে মাটি কেটে বিক্রয় করছে। এতে আমার বাড়ী ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। পাশে খননকৃত জমির পূর্বপাশে এলজিইডি নির্মিত মৃগী কালুখালী সড়কটিও ঝুঁকির মধ্যে রয়েছে।
পুকুরপারের বাসিন্দা শামেলা বেগম জানান, যে জায়গার মাটি কাটছে তা সরকারী হালট। সরকারী হালটে মাটি কেটে গর্ত করায় যে কোন সময় আমাদের বাড়ী ভেঙ্গে পরতে পারে। তিনি মাটি কাটা বন্ধের দাবি জানান।
মাটি কর্তনকারী আজগর আলী জানান, যে স্থানের মাটি কাটা হচ্ছে। তা কয়েক দফা পরিমাপ করা হয়েছে। কখনো সরকারি হালট হয়। কখনো নাল জমি হয়। তিনি বলেন, মাটি খনন করায় বাড়ী বা রাস্তার তেমন ক্ষতি হবে না।
স্থানীয়রা জানায়, মাটি কাটার কারণে ভবিষ্যতে রাস্তা ভেঙ্গে যাবে। তাই মাটি খনন বন্ধ করা দরকার।