‘মিলিত প্রচেষ্টার দীপ্তি: এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল হামিদ খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,কালুখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো বজলুর রশিদ, ছাকেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী শেখ, রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী,রায়নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমান,কালুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত আলী খান
অপরদিকে গোয়ালন্দেও নানা আয়োজনে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারি অধ্যাপক নজির হোসেন মোল্লা, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী।
বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হলেও এদেশে শিক্ষকদের মূল্যায়ন করা হয়না। উগান্ডা, সুমালিয়া, পাকিস্তানসহ অন্যান্য দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়েও শিক্ষকরা সেদেশে মূল্যায়নের দিক দিয়ে অনেক উপরে। আমরা চাই শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বৈষম্য দূর করে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বেতন কাঠামো একটি সম্মানজনক স্থানে উন্নতি করা হোক।