রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারি কলেজের ছাত্ররা এইচএসসি পরীক্ষার ভেন্যু পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী কর্মকর্তার কাছে এ আবেদন করে। একসময়ে বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ ভেন্যুতে পরীক্ষা দিতে হতো আবার সোনাপুর কলেজের শিক্ষার্থীদের বালিয়াকান্দি কলেজ ভেন্যুতে এসে পরীক্ষা দিতে হতো। ২০২৪ সালে বালিয়াকান্দি কলেজের পরীক্ষার্থীরা বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল। এবছর শিক্ষার্থীরা জানতে পারে তাদের ভেন্যু মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে হবে। একারণেই পরীক্ষার্থীরা বিক্ষোভ করেছে।