রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সমবায় দপ্তরের উদ্যোগে ৫দিন ব্যাপী আইজিএ (গরু মোটাতাজাকরণ) প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার ৫ জুন সকালে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।
প্রশিক্ষণ কর্মশালায় পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন ও পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা এস.এম কামরুন্নাহার বিষয়ভিত্তিক আলোচনা করেন।
পাংশা উপজেলার বাহাদুরপুর ও হাবাসপুর ইউপির সমবায় সমিতির আওতাভুক্ত ২৫ জন খামারী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা চলবে। প্রশিক্ষণ কর্মশালায় আর্থসামাজিক উন্নয়নে আয়বর্ধক কর্মসূচির গুরুত্বারোপ করা হয়।