রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামে আল্পনা খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে তার নিজ শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের চুন্নু মৃধার স্ত্রী। তার ৯ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও পাংশা থানা সূত্র জানায়, আল্পনা খাতুন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে শিশু সন্তানের কান্নার শব্দে চুন্নু শেখের ঘুম ভেঙে গেলে ঘরের আড়ার সাথে গলায় শাড়ী পেচানো ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীকে দেখতে পান। তিনি নিজেই বটি দিয়ে শাড়ী কেটে স্ত্রীকে নামান। ততক্ষণে আল্পনা খাতুন মারা গেছেন।
পাংশা থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।